দর্পণ রিপোর্টঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রোদ-বৃষ্টি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অভিভাবকদের অসচেতনতার মতো নানা প্রতিকূলতা উপেক্ষা করেই কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসে। এই চেষ্টাকে অর্থবহ করে তুলতে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে।
ইউএনও বলেন, সকল শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এখান থেকেই শিশুদের মধ্যে ভালো-মন্দের বোধ, নৈতিকতা এবং দায়িত্বশীলতা গড়ে তুলতে হবে। সেই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্ব ও সঞ্চালনায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে সংগীত, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply