দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের দ্বারিখেল হাওর রাস্তায় মবরের বাড়ির উত্তর পাশে নির্মিত হলো ৯.১৫ মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন ব্রিজ। প্রায় ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে।
শুক্রবার (২ মে) বাদ জুমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শন করেন।
জানা যায়, ব্রিজটি নির্মাণের ফলে দ্বারিখেল, হুয়াউরাসহ অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন। হাওরাঞ্চলের বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ ও নিরাপদ। এছাড়া কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা মিলবে।
চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, “এই ব্রিজ সদর ইউনিয়নের পরিকল্পিত উন্নয়নের বাস্তব নিদর্শন। মানুষের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি।”
এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply