1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

গোয়াইনঘাটে তৃতীয় পক্ষের আশ্বাসে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচলো দুই গ্রাম

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

দর্পণ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুর্দ্দা গ্রামের মধ্যে খৈয়া হাওরের গোচর ভূমি নিয়ে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ তৃতীয় একটি সালিশি পক্ষ এগিয়ে আসায় এবং তাৎক্ষণিক থানা পুলিশের সাড়া পাওয়ায় দুই গ্রামবাসীর মারমুখী পরিস্থিতির রক্ষা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রাভা ও খুর্দ্দা গ্রামের লোকজন হাতিরপাড়া-হাকুর বাজার সড়কের পশ্চিমে খৈয়া হাওরে চরম উত্তেজিত অবস্থায় জড়ো হতে থাকেন। এ সময় উভয় গ্রামের মসজিদে মসজিদে মাইক দিয়ে হাওরে জড়ো হওয়ার জন্য জানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতেও ছিলো দুই গ্রামের মারমুখি পরিস্থিতি।
জানা গেছে, ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মধ্যবর্তী খৈয়া হাওরের গোচর ভূমি দীর্ঘদিন থেকে যাত্রাভা ও খুর্দ্দা গ্রামের লোকজন তাদের গরু-মহিষের জন্য গোচর হিসেবে ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করে খুর্দ্দা গ্রামবাসী এস্কেভেটর দিয়ে বিল বানিয়ে খৈয়া হাওর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে যাত্রাভা গ্রামবাসীও গোচর ভূমি রক্ষায় মারমুখী প্রস্তুতি নেয়।
স্থানীয়রা জানান, তৃতীয় পক্ষের একটি সালিশি বৈঠকে বিজ্ঞ ময়মুরুব্বিদের পরামর্শে ও পুলিশের সহযোগিতায় খৈয়া হাওরের গোচর ভূমি নিয়ে দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, সেটি নিরসনে তারিখ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার দুই গ্রামের মধ্যে সালিশ বৈঠক হবে।
এদিকে এই প্রতিবেদনের শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) এস, এম, মাহমুদ হাসান রিপন বলেন, দুই গ্রামের সম্ভাব্য সংঘর্ষ রক্ষায় উভয়পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। আমাদের থানা পুলিশ মাঠে আছে। আমরা চাই সমাজে শান্তি বিরাজ করুক। তিনি বলেন, এই দ্বন্দ্ব নিয়ে দুই গ্রামের কেউ কোন মামলা দায়ের করেন নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট