স্টাফ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খাঁনের সভাপতিত্বে ও সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ।
এ সময় বক্তারা বলেন, “স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে আরোও সুদৃঢ় করবে।”
স্কাউট সদস্য মাহমুদুল হাসান শাফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসেন। এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এস. আর. এম মারুফ আহমদ, গোয়াইনঘট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এস .আর. এম আলম মিয়াসহ স্কাউট সদস্যবৃন্দ। ।
Leave a Reply