1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মে দিবস উপলক্ষে বাইপাস গোয়াইনঘাট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে তোয়াকুলের খেলোয়াড়দের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

লেঙ্গুড়া পক্ষের বখাটে দর্শকদের অতর্কিত হামলায় তোয়াকুল ইউনিয়নের ৯ ফুটবলার সিলেটে চিকিৎসাধীন 

খেলোয়াড়দের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে

অপরাধীদের চিহ্নিত করার দাবি এলাকাবাসীর

দর্পণ ডেস্ক : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় তোয়াকুল ইউনিয়নের খেলোয়াড়দের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেল ৪ ঘটিকায় উপজেলার স্থানীয় তোয়াকুল বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন,“তোয়াকুল ইউনিয়নের খেলোয়াড়দের উপর যারা নগ্ন হামলা চালিয়েছে এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে ভবিষ্যৎ নিরাপত্তার জন্যে গৃহীত প্রদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। তার সাথে তোয়াকুল ইউনিয়নের বিজয় স্মারক সম্মানের সহিত প্রদান করে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে”।

প্রত্যক্ষদর্শী দর্শকদের সাথে কথা বলে জানা গেছে, গত ২০ জানুয়ারি গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ উপজেলার তোয়াকুল ইউনিয়ন ও লেঙ্গুড়া ইউনিয়নের মধ্যকার খেলা চলছিলো। এতে তোয়াকুল ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও রেফারি খেলা সমাপ্তির শেষ বাঁশি বাজানোর ৩০ সেকেন্ড আগেই মাঠের পশ্চিম-উত্তর কর্ণারে থাকা লেঙ্গুড়া ফুটবল দলের কিছু উশৃংখল বখাটে দর্শক লাঠি দিয়ে তোয়াকুলের খেলোয়াড়দের তেড়ে আসে এবং অতর্কিত হামলা করে। হামলায় তোয়াকুল ইউনিয়নের ৯ জন খেলোয়াড়সহ বেশ কিছু দর্শক আহত হয়েছেন। গুরুতর আহত খেলোয়াড়দের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, এই ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়রির প্রস্তুতি চলছে।

মানববন্ধনে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, গোয়াইনঘাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পল্লী চিকিৎসক কামাল হোসেন মাসুক, শওকত আহমদ, মিজানুর রহমান মিজান, শেখ আরিফুল ইসলাম, আব্দুল মতিন, মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন, কবির উদ্দিন, ফয়ছল আহমদ, আলী আহমদ ওসমানী, মুজাম্মেল আলী ও জসিম উদ্দীন প্রমূখ।
এ ব্যাপারে সাংবাদিক আনোয়ার হোসাইন গোয়াইনঘাট দর্পণকে বলেন, খেলাধুলায় মারামারি এগুলো কিছু দুষ্টদের কারণে ঘটে যায় কখনো কখনো। তবে ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে জড়িতদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণে ১ বছরের জন্যে খেলায় তাদেরকে অংশগ্রহণ থেকে বহিষ্কার এবং আহতদের জন্যে ক্ষতিপূরণ আদায় হওয়া প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট