1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
রবিবার, ২৫ মে ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :

সিলেট শহরে সিএনজি অটোরিকশা দিয়ে ছিনতাইকালে আটক ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক : সিলেট শহরে সিএনজি অটোরিকশা দিয়ে ছিনতাইকালে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় ২টি সিএনজি অটোরিকশা।

সোমবার (২০ জানুয়ারি) রাতে সিলেট নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এ সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহপরাণ থানার বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। আটকের সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৮৪০) জব্দ করা হয়।
এদিকে একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করতে গিয়ে আরো ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
তারা হলেন, মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মো. ছিদ্দিক আলীর ছেলে মো. হামিদুর রহমান এবং নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার। ছিনতাইকাজে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৪৫৪) জব্দ করে পুলিশ।
পরে আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট