গোয়াইনঘাটে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
দর্পণ রিপোর্ট: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শীতে কাঁপছে দেশ। এতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে। আমাদের নেতা তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমরা সাধ্যমত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
তিনি রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাট বাইপাস সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপি বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্র-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, বিএনপি নেতা জালাল উদ্দিন।
এ সময় গোয়াইনঘাট উপজেলা ও সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply