দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার লেঙ্গুড়া, পূর্ব আলীরগাঁও, তোয়াকুল, ডৌবাড়ি ও গোয়াইনঘাট সদর ইউপির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।
এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারত ও ভিয়েতনামের (স্কুল পর্যায়) বিশেষ প্রশিক্ষক মো. মাসুদ হায়দার (হিল্লোল) ও মেম্বার অব ইন্টারন্যাশনাল হ্যান্ড রাইটিং ট্রেইনার এসোসিয়েশন ও মাস্টার ট্রেইনার মো. ইসমাইল সরকার (আকাশ)।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কোমল উদ্দিন, সদস্য আব্দুল আলিম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও অভিভাবক সদস্য শামীম আহমদ প্রমুখ।
Leave a Reply