1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

১০ম গ্রেড আমাদের অধিকার: গোয়াইনঘাটে মানববন্ধনে সহকারী শিক্ষকবৃন্দ  

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক জুবায়ের আহমদ, হানিফ উদ্দিন ও পিন্টু চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, জিল্লুর রহমান, কবির আহমদ, মামুনুর রশিদ, সালেহ আহমদ,রতাজ উদ্দিন ,আব্দুস শুকুর,নসামসুল ইসলাম, জিয়াউর রহমান, মনজুর আহমদ, সাহাব উদ্দিন, সোহেল আহমদ, ইমাম উদ্দিন, নুরুল ইসলাম কাজল দাশ, নুরুল হুদা, মোস্তাক আহমদ, ইসমত আরা ও আসপিয়া সুলতানা প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাই ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।
জিডি/ টিএইচ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট