দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মো. হারুন অর-রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার মো. আব্দুল হক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মো. আবুল হোসেন, ইসমাইল আলী, মাও: ফয়েজ আহমদ, মাও: আনোয়ার হোসেন, মাও: আব্দুল করিম, মাও: আব্দুল ক্বাসিম, মাও: আব্দুল্লাহ, মাও: জুবায়ের আহমদ, মাও: কামাল উদ্দিন, মাও: ফয়েজ উদ্দিন কয়েছ, মাও: সালেহ আহমদ, হাফিজ আব্দুস সাবুর সহ ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ পালন করা হয়েছে।জিডি/ টিএইচ
Leave a Reply