তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন সিলেটের কৃতি সন্তান ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আগামী ৬ মে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল আহমদ সাদিক।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা হবেন এবং ৬ মে ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে থাকবেন ডা. জোবাইদা রহমানও।”
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ডা. জোবাইদা। এরপর থেকে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি। প্রায় ১৭ বছর পর এবার দেশে ফিরছেন তিনি।
২০০৮ সালে দুদক কর্তৃক দায়ের করা একটি দুর্নীতির মামলায় ২০২৩ সালে ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে ২০২৩ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ওই সাজা স্থগিত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রিধারী ডা. জোবাইদা ১৯৯৫ সালে বিসিএসে প্রথম হয়ে সরকারি চাকরি শুরু করেন। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ২০০৮ সালে তাঁর চাকরি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে জন্ম নেওয়া ডা. জোবাইদা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি ওসমানীর ভাতিজি এবং সাবেক নৌপ্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।
Leave a Reply