সম্পাদক পরিচিতি:
সম্ভ্রান্ত মুসলিম ও কৃষক পরিবারের সন্তান তানজিল হোসেনের জন্ম ১৯৯৮ সালের ৪ঠা এপ্রিল, গোয়াইনঘাট উপজেলার দাতারী গ্রামে। তাঁর পিতা মাহমুদ উল্লা ছিলেন উপজেলার অবিভক্ত লেঁঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। সম্পাদক তানজিল হোসেন উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ধারার ছাত্ররাজনীতির সাথে উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ “আবেগ” সম্পাদনা করেন তানজিল হোসেন।
২০১৩ সালে গোয়াইনঘাটের স্থানীয় পত্রিকা সাপ্তাহিক গোয়াইনঘাট সংবাদ -এর মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর মাসিক রূপময় জাফলং সিলেটের অনলাইন সংবাদ মাধ্যম সহ সর্বশেষ জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক জনবাণীতে গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তিনি গোয়াইনঘাটের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সংগঠন “গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব” -এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করছেন।
২০২১ সালের ১লা জানুয়ারি থেকে স্থানীয় প্রিন্ট পত্রিকা মাসিক গোয়াইনঘাট দর্পণ তার একক সম্পাদনায় গোয়াইনঘাট থেকে প্রকাশিত হচ্ছে।
Leave a Reply