1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষায় নৈতিকতা জরুরি : গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু গোয়াইনঘাটে সামাজিক সচেতনতায় এফআইভিডিবির গণনাটক অনুষ্ঠিত স্মৃতির সিলেট, রাজনীতির ঢাকা : ফিরছেন ডা. জোবাইদা রহমান জাস্টিস ফর জুলাই কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন গোয়াইনঘাটের আমিরুল ইসলাম স্বাধীন গণমাধ্যমের পক্ষে গোয়াইনঘাটে সাংবাদিকদের সংহতি যোগাযোগে বিপ্লব: গোয়াইনঘাটের দ্বারিখেলে নতুন ব্রিজ মে দিবস উপলক্ষে বাইপাস গোয়াইনঘাট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ

সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গোয়াইনঘাটের ফতেপুর সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ফতেপুর (গোয়াইনঘাট) সংবাদদাতা: গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে হিন্দুত্ববাদী উগ্র ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬ঘটিকায় ফতেপুর বাজারে বিশিষ্ট আলেমে দ্বীন ও খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও যুব জমিয়ত সিলেট উত্তর জেলা শাখার দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইনের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ইসলামনগর ঈদগাহ মাদরাসার মুহতামিম মাওলানা জাকারিয়া মাসুক, শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদরাসার মুহাদ্দিস ও খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, এশায়াতুল উলূম দারুল হাদিস ফতেপুর মাদরাসার শিক্ষক মাওলানা লোকমান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা বুরহান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন। যারা বিশ্বাস করে একমাত্র হিন্দুত্ববাদ ছাড়া কোন মতবাদের মানুষের বাঁচার অধিকার নেই। বিশেষ ভাবে মুসলমানদের তারা কোন অবস্থায় সহ্য করতে পারেনা। বিগত ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লেসপ্যান্সরদের ছত্রছায়ায় তারা অসংখ্য মসজিদে হামলা করেছে। শত শত মুসল্লিদের আহত করেছে। ২০১৬ সালে সিলেটের একজন ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে লেখালেখি করার অপরাধে তারা তাকে নির্মমভাবে হত্যা করে।
সর্বশেষ প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে তারা তাদের সীমাকে অতিক্রম করেছে। বক্তারা তাদের বক্তব্যে, সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবি জানান এবং অবিলম্বে হিন্দুত্ববাদী উগ্র ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি তোলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট