দর্পণ ডেস্ক: গোয়াইনঘাটের রুস্তমপুর কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক আশরাফুল ইসলামকে। গতকাল বুধবার রুস্তমপুর কলেজে আয়োজিত এক সাধারণ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং সভাপতি মো. তৌহিদুল ইসলাম প্রভাষক আশরাফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের এই দায়িত্ব দেন।
এর আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও আওয়ামী লীগের চিহ্নিত কর্মী হিসেবে পরিচিত মো: সোলেমান উদ্দিন। এসব অভিযোগে তার পদত্যাগ পরবর্তী কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক আশরাফুল ইসলামকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম। ফাইল ছবি
সভায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:আশরাফুল ইসলাম আগামী ৬ মাসের জন্য এডহক কমিটি গঠন এবং এরপরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যক্ষ নিয়োগ দানের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এদিকে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার শিক্ষক-কর্মচারীর নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে সাবেক ফ্যাসিবাদী সভাপতি এড. মো: জামাল উদ্দিন কর্তৃক ৫ আগস্টের আগে করানো তদন্ত রিপোর্ট বাতিল করে নতুন করে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট সংগ্রহের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।দর্পণ/ টিএইচ
Leave a Reply