ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, শিক্ষকরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন।
অনলাইন ডেস্ক: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহারের অভিযোগ উঠেছে।
আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।
[caption id="attachment_2198" align="alignnone" width="300"]
রাজধানীর শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। ছবি: সংগৃহীত[/caption]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, শিক্ষকরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন।
তিনি বলেন, "তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা শাহবাগ এলাকা থেকে বের হবেন না। তবে, তারা ব্যারিকেড উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে আমরা জলকামান ব্যবহার করি।"[caption id="attachment_2199" align="alignnone" width="300"]
রাজধানীর শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ। ছবি: সংগৃহীত[/caption]
শিক্ষকদের ওপর লাঠিচার্জের বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দাবি করেন, তারা লাঠিচার্জ করেননি। তিনি আরও বলেন, "শিক্ষকদের ওপর লাঠিচার্জের কোনো তথ্য আমার জানা নেই।"
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত