তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লেঙ্গুড়া ইউপির গুরকচি এলাকায় গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের (উফশী জাত) ৫০ একর জমি সমলয়ে ব্লক প্রদর্শনী চাষাবাদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
“কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ঞ রায়ের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাংবাদিক মিনহাজ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, ইউপি সদস্য জালাল উদ্দিন ও কৃষক এনামুল হক তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কৃষিবিদ ইন্দ্রজিৎ ভৌমিক, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনসহ প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ।
Leave a Reply