দর্পণ রিপোর্ট : ‘ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ‘ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’।
রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ভূমি মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি প্রদান, মৌজার ম্যাপ সরবরাহসহ ভূমি সংক্রান্ত নানা ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহণে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতায় মাইকিংও করা হচ্ছে।
মেলার উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী প্রমুখ।
তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply