1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন স্থায়ী জীবনমান, সিলেটের জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গোয়াইনঘাট হচ্ছে পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর একটি এলাকা। এখানে পাথর, বালুর পাশাপাশি বেশ কিছু চা-বাগানও রয়েছে। চা-বাগানগুলো রক্ষিত হচ্ছে না, ফাঁকা হয়ে গেছে। এখানে গাছ পুনরোপণ করতে হবে। শুধু বালু, পাথরের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প এমপ্লয়মেন্টের দিকে যেতে হবে।

তিনি বলেন, মানুষ যদি শিক্ষিত না হয়, তার পরিবর্তন হবে না কোনদিন। পেশা পরিবর্তনশীল। শ্রমিকরা পর্যটনমুখী পেশায় চলে আসলে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। শ্রমিকদের সম্মানজনক পেশায় নিয়ে আসতে হবে। তবেই উন্নতি আসবে জীবনে। সম্ভাবনার গোয়াইনঘাটে ভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে। স্থায়ী জীবনমান না হলে ভাগ্যের পরিবর্তন হবে না।
জেলা প্রশাসক বলেন, সমস্যাগুলো দীর্ঘমেয়াদি।  অদায়িত্বশীল আচরণ থেকে সরে আসতে হবে। ছেলে-পেলেদের লেখাপড়া করাতে হবে। এখানে শিক্ষার হার খুবই কম। এটি অত্যন্ত লজ্জার। জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের স্কুলে শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কোন রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। অবৈধ কাজে কোন আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তি বা প্রতিষ্ঠানের  নাম ভাঙিয়ে কোন কিছু করা যাবে না। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, দৈনন্দিন কার্যক্রমের পরিবর্তন নিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সুধীজনের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. আবুল হোসেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক।
এর আগে জেলা প্রশাসক সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার নলজুড়ি গুচ্ছগ্রাম পরিদর্শন, জাফলং পর্যটন হাট ও ব্যান্ডশপের কার্যক্রম পরিদর্শন, পূর্ব জাফলং কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস সহ উপজেলা ইনোভেশন কমিটির সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট