দর্পণ ডেস্ক: গত ১৭ ও ১৮ই মে কিছু বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে "ইউনুছ আলীতে জিম্মি জনস্বাস্থ্যের গোয়াইনঘাট কার্যালয়", "প্রকৌশলীর ২ কোটি টাকা আত্মসাৎ" শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদনে আমাকে (ইউনুস আলী, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গোয়াইনঘাট, সিলেট) জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, সেটির কোনো বাস্তব ভিত্তি নেই। উক্ত প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করলে প্রকৃত তথ্য সহজেই যাচাই করা যেত।
কিন্তু দুঃখজনকভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ।
বাস্তবতা হলো, একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিতভাবে আমার পেশাগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এমন মিথ্যা ও সাজানো ঘটনা প্রচার করছে। এতে আমি সামাজিকভাবে, মানসিকভাবে এবং পেশাগতভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমি সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিচয় দেন এবং তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত