দর্পণ রিপোর্ট : ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী মো. আল-আমীন হোসেনকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)”।
মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক আরিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুসাগ এর সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা ডেন্টাল কলেজের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী আল-আমীন হোসেনকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হত্যার হুমকি প্রদান করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার জন্যে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান রইল। প্রয়োজনে আমরা সংবাদ সম্মেলন ও ঊর্ধ্বতন আইনি পদক্ষেপ নেব।
সংগঠনের সভাপতি ফাহিম মোনায়েম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ ঘটনার প্রতিবাদ জানান।
জানা গেছে, ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের পর্যটনকেন্দ্র বিছনাকান্দি জিরো পয়েন্ট থেকে লুটপাটকারীরা পাথর ও বালু লুটপাট করে নিয়ে যায়। এর প্রতিবাদে আল-আমীন হোসেন তার ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টের জের ধরে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
মো. আল-আমীন হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি গ্রামের বাসিন্দা।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত