নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেছেন, খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর সবুজ প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের গর্ভধারিণী গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ও উন্নয়নে পিছিয়ে রয়েছে। আমার কাছে আশ্চর্য লেগেছে গোয়াইনঘাটের যে প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের পরিমাণ রয়েছে এই উপজেলার আর্থ-সামাজিক উন্নয়ন আরো উন্নত হওয়ার কথা ছিল এবং তা অনেক আগেই হওয়ার কথা। এটা সত্যিই দুঃখজনক। কেন এখানের শিক্ষার হার ৩৩%। সামাজিক নিরাপত্তা খুব নাজুক।
তিনি বলেন, গত ১০ মাসের আমার কর্ম অভিজ্ঞতায় ধীরে ধীরে যেটা আমাদের কাছে প্রকাশ হয়েছে, এখানকার যে প্রাকৃতিক সম্পদ এটা লুটেপুটে নেয় বাইরে থেকে যারা আসে তারা।এখানে যত লুটতরাজ লুটপাটকারী রয়েছে এরা বেশিরভাগ বহিরাগত। আপনারা ম্যাক্সিমাম যারা স্হায়ী বাসিন্দা তারা শান্তিপ্রিয়, আপনাদের আবেগ ইমোশন কে ব্যবহার করে আপনাদেরকে দরিদ্র রেখে অন্যরা এখানে যা আছে লুটপাট করে চলে যায়। এখানে আপনারা যারা সচেতন আছেন আপনারা প্রথম থেকেই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তারা কোন অপকর্মে যেন আপনাদেরকে লিপ্ত করতে না পারে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে
স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, এই উপজেলা চোরাচালানের স্বর্গ রাজ্য। এতে ম্যাক্সিমাম কিছু লোক ও পরিবারের ফায়দা হলেও উপজেলার সিংহভাগ মানুষ কর্মহীন থাকে। যার জন্য যুব-সমাজ ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। আপনারা যারা যুব-সমাজ এই রাষ্ট্রের সন্তান আমাদের রত্ন আপনারা ভুল ভাবে ব্যবহৃত হচ্ছেন। আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে। কৃষি মৎস্যসহ বিভিন্ন কাজে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে। আপনারা শিক্ষার প্রতি মনোনিবেশ হবেন এবং কোন ধরনের সামাজিক ধোঁকার শিকার না হন তার জন্য বিবেককে জাগ্রত রাখবেন। নিজেদের থেকে সতর্ক থাকবেন যাতে কেউ আপনাদের ভুল পথে নিতে না পারে। বক্তব্যের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে ও জুলাই বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হুদা’র সভাপতিত্বে ও ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য
সাদেক আহমদের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, ছাত্রনেতা রাসেল আহমদ, জাহাঙ্গীর আলম, সুমি আক্তার প্রমুখ।সেমিনারে আনিসুর রহমান, হালিম আহমদ, সাইফুর রহমান, লোকমান আহমদ, রসনা আক্তার, মুক্তারাণি পাল, আম্বিয়া বেগম, ফারহানা বেগম, আফজল, তাপস চন্দ্র, জুই রাণী পাল, তামান্না বেগম, রবিউল ইসলাম,সুমি বেগম, রাসনা বেগম সহ শতাধিক যুবক-যুবতী সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাসুমা আক্তার।
সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে শিশু থেকে শুরু করে সব বয়সই মানুষ এখন দেখা যায় মোবাইল ফোনে বেশি আসক্ত। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকের খারাপ দিকই বেশি। শিক্ষার্থীরা অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে।
ফ্রি ফায়ার ও পাবজি নামক গেমস মাদকদ্রব্যের নেশার চেয়েও বেশি ভয়ানক। তাই এ সমস্যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
আমাদের কোমলমতি বাচ্ছাদের, ছোট ভাই-বোনদের বাঁচাতে হলে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে এবং কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। তারা যাতে অবসর সময়টি খেলার মাঠে গিয়ে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে পার করে সেদিকে নজর দিতে হবে।সেমিনারে গোয়াইনঘাট সদর ইউনিয়নের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সভাপতি মো.নুরুল হুদা, ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সাদেক আহমেদ এবং সদস্য মাসুমা বেগম স্টক হোল্ডারদের একত্রে কাজ করার জন্য কৃষি অফিস,প্রাণীসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সাথে উপজেলা কৃষি অফিসার ও প্রাণী সম্পদ অফিসার একাত্মতা ঘোষণা করেন।
Leave a Reply