দর্পণ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজাহান সিদ্দিকীর সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এডভোকেট শাহাজাহান সিদ্দিকী বরাবর প্রেরিত এক চিঠিতে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা কর্তৃক বিগত ২৮ আগস্ট, ২০২৪ তারিখে আপনাকে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর পত্র প্রেরণ করা হয়। কারণ দর্শানোর পত্রের জবাবে আপনি বিনা দ্বিধায় দলের কাছে দোষ স্বীকার করে পরবর্তীতে এ ধরণের কোন ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলে অঙ্গীকার করেন। এমতাবস্থায় কারণ দর্শানোর জবাব সন্তোষ জনক হওয়াতে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হলো।’ বিজ্ঞপ্তি
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত