ইউনিয়ন সংবাদদাতা (ফতেপুর), গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল সীমার বাজার গোয়াইনঘাটের সার্বিক ব্যবস্থাপনায় ও দারুল আযকার জামেয়া ইসলামিয়া উজান ফতেপুর মাদরাসার সার্বিক সহযোগিতায় “ফ্রী চিকিৎসা ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দারুল আযকার জামেয়া ইসলামিয়া উজান ফতেপুর মাদরাসার মিলনায়তনে উক্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল সীমার বাজারের মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাবেদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন হসপিটালের ম্যানেজার আবুল কাশেম সিদ্দিকী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, দারুল আযকার জামেয়া ইসলামিয়া উজান ফতেপুর মাদরাসার সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম, শিক্ষা সচিব সালমান হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে প্রায় একশত রুগিকে চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের মধ্য থেকে ২২জনকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।
Leave a Reply