|| দর্পণ রিপোর্ট ||
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ‘ফোকাল পার্সন’ ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি চলছে।
“এ বিষয়ে কিছু দাবি জানাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে গিয়েছিলাম।কিন্তু উপউপাচার্য আমাদের অপমান করেছেন। এর প্রতিবাদে আমরা সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড অবরোধ করেছি।”
তিনি বলেন, “উপ-উপাচার্যকে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এখন এসে আমাদের কাছে ক্ষমা চান, তাহলে আমরা সড়ক ছেড়ে দেব।”
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি সংক্রান্ত কিছু দাবি দাওয়া নিয়ে গত ৫ জানুয়ারি একটি স্মারকলিপি দিয়ে গিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বিকালে আমি যখন অফিস থেকে বের হব তখন ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ওই দাবি-দাওয়াগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসেন। আমি তাদের দুইজন প্রতিনিধির সঙ্গে কথা বলব বলে জানাই। তখন তারা সবাই ধাক্কাধাক্কি করে আমার অফিসে ঢোকার চেষ্টা করেন। আমি তাদের বলি, এখানে মবিং করলে আমি তোমাদের কথা শুনবো না। এতে তারা ক্ষেপে যায়।”
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সোমবার দুপুরে কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে সভা আহ্বান করা হয়েছে। সভায় অধ্যক্ষ ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি।
Leave a Reply