দর্পণ রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় গঠিত নাগরিক প্ল্যাটফর্ম ‘জাস্টিস ফর জুলাই’-এর কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তরুণ ছাত্রনেতা ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আমিরুল ইসলাম আমিন।
সংগঠনটির মূল দাবি, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার সুষ্ঠু বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আইনি সহায়তা প্রদান ও পারিবারিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকবে।
জুলাই মাসকে কেন্দ্র করে যেসব নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতেও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে সংগঠনটি। এসব লক্ষ্য সামনে রেখে সংগঠনটি নীতিগত ও সাংগঠনিকভাবে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম আমিন বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, এটি শহীদদের প্রতি দায়বদ্ধতা। আমি সংগঠনের নীতিমালা মেনে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
গোয়াইনঘাটের মানুষ আশাবাদী, এই মনোনয়নের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। সম্ভাবনাময় এই তরুণের নেতৃত্বে গোয়াইনঘাট এক নতুন ইতিহাসের অংশ হয়ে উঠবে বলেই বিশ্বাস স্থানীয় সচেতন মহলের।
Leave a Reply