দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন আকস্মিক অভিযান পরিচালনা করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকা থেকে সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় জাফলং জিরো পয়েন্টে ট্রাক প্রবেশের জন্য বানানো রাস্তায় উঁচু বাঁধ ও ড্রেইন খুড়ে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে পাথর বোঝাই ৯টি নৌকার মালামাল নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া অস্থায়ীভাবে শ্রমিকদের থাকার জন্য তৈরি করা ৫টি ঘর ভেঙে ফেলা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার এএসআই মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত