দর্পণ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের যুবক-যুবতীদের সম্পৃক্ততা নিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি অফিস প্রাঙ্গণে গোয়াইনঘাট যুব উন্নয়ন দপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের যৌথ উদ্যোগে স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার দিপংকর যেত্রার সঞ্চালনায় ও গোয়াইনঘাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাবেশের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার লাইভলিহুড স্প্যাশালিস্ট রুহুল আমিন সরকার।এ সময় জলবায়ু পরিবর্তনের উপর বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন চন্দ্র দাস, গোয়াইনঘাট বনবিট কর্মকর্তা শ্যামা প্রদ মিশ্র, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জামাল খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন কৃষ্ঞ রায় ও গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।এ সময় বক্তারা বেশি করে বৃক্ষ রোপণ এবং প্লাস্টিক বর্জনের আহ্বানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধ ও করণীয় সম্পর্কে দেশের যেকোনো সংকটের মুহূর্তে যুব সম্প্রদায়ের এগিয়ে আসার ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। এ সংকট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয় সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন পরিবেশ। মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ। আর এ ক্ষেত্রে কেবল যুব সম্প্রদায়ই দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই সার্বিক বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান ও বিশ্বব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি সকলকে জানাতে যুবাদের আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। তারা বলেন, এক্ষেত্রে সরকারি-বেসরকারি সংগঠনসমূহকে কার্যকর ও বাস্তববসম্মত কর্মসূচি গ্রহণ করতে হবে।অর্ধদিবসব্যাপী সমাবেশে জলবায়ু পরিবর্তনের উপর যুবক-যুবতিদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয় এবং এরপর জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপহারস্বরূপ তাদেরকে ফলজ চারা তুলে দেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত