নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: -এর হালন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এতিমদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শনিবার (১৩ জুলাই) বারঠাকুরী ইউনিয়নের উত্তর বারগাত্তা গ্রামে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ পিএলবি এর পরিবেশক মো: ওহিদুর রহমানের (হালন) বাড়ীতে এতিমদের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট -৫ (কানাইঘাট, জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: এর পরিবেশন মোঃ ওহিদুর রহমান (হালন) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: এর উয়িং ম্যানেজার সিলেট মোঃ মিজানুর রহমান প্রমুখ।
Leave a Reply