নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটে ২০২৪-২৫ মৌসুমের আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট খাদ্য গুদামে ফিতা কেটে আমন ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম।
তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, সিলেট জেলা কারিগরি খাদ্য নিয়ন্ত্রক আফসর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জু কুমার সিংহ ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটে এবার ১০২৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২০২৩-২৪ মৌসুমে ১২০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। এবার প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে এবং ১৩২০ টাকা দরে প্রতিমণ ধান সংগ্রহ করা হবে। ধান বিক্রয়কারী কৃষকের জন্য জাতীয় পরিচয় পত্র, কৃষি কার্ড ও ব্যক্তিগত ব্যাংক একাউন্ট থাকতে হবে।
সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা গোয়াইনঘাটে ধান চাষ ভালো হয়েছে বলে ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগে ধান চাষ করলে আমি আপনাদের আরো বেশি ধান দিয়ে সহযোগিতা করবো বলে আশ্বাস প্রদান করেন।দর্পণ/ টিএইচ
Leave a Reply