1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
সোমবার, ১২ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষায় নৈতিকতা জরুরি : গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু গোয়াইনঘাটে সামাজিক সচেতনতায় এফআইভিডিবির গণনাটক অনুষ্ঠিত স্মৃতির সিলেট, রাজনীতির ঢাকা : ফিরছেন ডা. জোবাইদা রহমান জাস্টিস ফর জুলাই কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন গোয়াইনঘাটের আমিরুল ইসলাম স্বাধীন গণমাধ্যমের পক্ষে গোয়াইনঘাটে সাংবাদিকদের সংহতি যোগাযোগে বিপ্লব: গোয়াইনঘাটের দ্বারিখেলে নতুন ব্রিজ মে দিবস উপলক্ষে বাইপাস গোয়াইনঘাট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ

গোয়াইনঘাটে ৩দিন ব্যাপী জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

দর্পণ রিপোর্ট:“ফুটবলের ঐতিহ্যে প্রকৃতির নতুন বেশ, জাফলং এর রং তুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাফলং ইসিএভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ও ফুটবলের প্রসারের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল সম্পন্ন হয়েছে।

গত ২১ ডিসেম্বর, জাফলংয়ের পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তিনি কাপ তুলে দেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার-উজ জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো: আজিজুর রহমান, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নুর-ই আলম রাহেল, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ অনেকেই।
জমজমাট এ ফাইনাল ম্যাচে নরসিংদী রেড ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীণ সিলেট ফুটবল একাডেমি। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন আগত অতিথিবৃন্দ। টুর্নামেন্টজুড়ে জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

টুর্নামেন্ট চলাকালে হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন উন্নয়ন মেলা ও সিলেট ফটোফেস্ট ঘুরে দেখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট