দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম প্রাইমারি স্কুল মাঠে এক সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ‘পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল’ এর সহযোগিতায় ‘এফআইভিডিবি’ বাস্তবায়নাধীন ‘ডব্লিউএলসিআর’ প্রকল্পের উদ্যোগে এই নাটকটির আয়োজন করা হয়।
নাটকের মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা- যেমন: বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এবং নারী নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার আগাম পূর্বাভাস ও করণীয় সম্পর্কে নাটকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।
গণ নাটকটির শুভ উদ্বোধন করেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের সদস্য মর্তুজ আলী। পিয়াইন নাটক দলের প্রধান শামিম আহমদের নেতৃত্বে নাটক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের নারী সদস্য, ডব্লিউএলসিআর প্রকল্পের প্রোগ্রাম মনিটর ইয়াসমিন খানম, ইউনিয়ন মবিলাইজার আলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
গণ নাটকের আয়োজকরা জানান, এ ধরনের গণনাটক আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগণকে সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে সচেতন করা এবং সমস্যা মোকাবেলায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
Leave a Reply