দর্পণ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেছেন, শিক্ষা জরুরি কিন্তু মানুষ হওয়াটা তার চেয়েও বেশি জরুরি। এখন একজনের নামে তিন-চারটা পিএইচডি হয় কিন্তু মানুষ হিসেবে যে বেসিক জিনিসগুলো থাকা দরকার সেটা তার থাকে না।
ইউএনও বলেন, মানুষ হিসেবে বড় বড় অফিসার হবে বড় বড় পদে যাবে, তার থেকেও বেশি জরুরি সে মানুষ কি না। এ জন্য মানুষ হিসেবে গড়ে ওঠা সবচেয়ে জরুরি।
তিনি বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সালিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমদ, গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সদ্য সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ জামাল, লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, সমাজসেবক তাজুল ইসলাম ও প্রাক্তন শিক্ষার্থী জাহিদ আহমদ।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মাহির আফসান হাসিন বক্তব্য দেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জাতুগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়াসির উদ্দিন।
Leave a Reply