ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির উদ্যোগে সম্মিলিতভাবে দেড় শতাধিক শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিলেট কর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের একত্রে জন্মদিন পালন করার এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এতে শিশুরা একত্রে আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছে। আমাদের শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে বিনোদনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করাতে হবে। কেননা আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল মালিক, পশ্চিম জাফলং পিএফএর প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক নুরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। ছবি: নিজস্ব
উপস্থিত শিশুদের একাংশ। ছবি: নিজস্ব
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার দিপংকর জেত্রার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা শিশু ফোরামের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলীরগাঁও পিএফএর প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম।পরে শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত শিশুদের পক্ষ থেকে ছড়া, গান ইত্যাদি পরিবেশন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সিস্টেম সাপোর্ট অফিসার শিশিলিয়া ত্রিপুরা,পিরিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি গোলজার আহমদ আজাদ সহ শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply