দর্পণ রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আতাউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ ফখরুল ইসলাম, গোয়াইনঘাট বাইপাস সিএনজি পরিবহন শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত