দর্পণ রিপোর্ট: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। কর্মশালার সঞ্চালনা করেন প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল।
কর্মশালায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।
প্রকল্প সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন দলনেতা খন্দকার নিয়াজ রহমান, উপ-দলনেতা ড. শাম্মী আক্তার সেতু, পরিবহন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ নুরুল হাসান, নগর পরিকল্পনাবিদ রওনক আল মোতাকাব্বির চৌধুরী, সহকারী নগর পরিকল্পনাবিদ সোহানুর রহমান শুভ এবং শামস নূর ইসলাম বাঁধন।
এছাড়াও প্রকল্প পরিচালকের দপ্তরের পরিকল্পনাবিদ মো. স্বরূপ হাসনাইন এবং নাসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় গোয়াইনঘাট উপজেলার সড়ক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, পূর্বে পরিচালিত জরিপের ফলাফল এবং প্রধান সড়ক নেটওয়ার্ক চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত অংশগ্রহণকারীরা সড়ক ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
কর্মশালার শেষাংশে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ কর্মশালার ফলাফল ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply