দর্পণ প্রতিবেদক: সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাব মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোয়াইনঘাট শাখার সমন্বয়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মারজানুল আজহার জুনেদের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ছাত্রনেতারা জানান, গোয়াইনঘাটে যেকোন ধরনের লুটপাট, হানাহানি বন্ধের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদাবাজি, লুটতরাজ বন্ধ করতে সবসময় মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
[caption id="attachment_1702" align="alignnone" width="300"]
গোয়াইনঘাটে দায়িত্বরত সেনাবাহিনীর অফিসারের সাথে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি: নিজস্ব[/caption]
বৈঠকে গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করে। এরপর তারা উপজেলা সদরে নিয়োজিত সেনাবাহিনী দায়িত্বরত অফিসারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত