দর্পণ রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রতন কুমার অধিকারী। তিনি গোয়াইনঘাটের ২৬ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রোববার (১৯ জানুয়ারি) রাতে নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। নবাগত ইউএনও রতন কুমার অধিকারী হবিগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি এর আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
রোববার রাতে নিজ দপ্তরে যোগদানকালে উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Leave a Reply