দর্পণ রিপোর্ট : পারিবারিক শান্তি-শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে শান্তিপূর্ণ পারিবারিক সম্পর্কের বিষয়ে বোঝাপড়া বাড়ানোর জন্য ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় অংশীদারদের সাথে অর্ধ-দিবস ব্যাপী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম (এপি) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশনের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন ফ্যাসিলিটেটর মারজানুল আযহার জুনেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ।
এর আগে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে আয়োজিত কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন লেঙ্গুড়া পিএফএ ‘র প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা। এ সময় ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকা থেকে আসা ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কোরআন ও হাদীসের আলোকে পারিবারিক শান্তি শৃঙ্খলা আনয়নে করণীয় শীর্ষক আলোচনা রাখেন জাতীয় ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মাওঃ সালেহ আহমদ।
আলোচকরা তাদের আলোচনায় বিভিন্ন হাদিস এবং শান্তির বাণী তুলে ধরে বলেন- পারিবারিক শান্তি সমাজ এবং রাষ্ট্রে কখনো এককভাবে গড়ে উঠতে পারে না, এর জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা, ধর্মীয় শিক্ষা, সৌহার্দপূর্ণ আচরণ এবং পারিবারিক শিষ্টাচার।
ধর্মীয় নেতৃবৃন্দ ও অংশীদারদের একাংশ। ছবি: নিজস্ব
আলোচনার শেষে আগত নেতৃবৃন্দের দলীয় কাজের মাধ্যমে তারা তাদের করণীয় নিয়ে অভিমত প্রকাশ করেন।অর্ধ-দিবস ব্যাপী এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও ইমামসহ ওয়ার্ল্ড ভিশনের দায়ীত্বরত কর্মীবৃন্দ।
জিডি/এমএজেড
Leave a Reply