দর্পণ রিপোর্ট : সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ শাখা ছাত্রদল। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
বুধবার (১লা জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রবের পরিচালনায় বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম সাইদুর রহমান। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য কবির আহমদ, ছাত্রনেতা আবু তানিম, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ ও ছাত্রনেতা জুবের আহমদ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জাহিদ আহমদ, আব্দুল মান্নান, ইমদাদুর রহমান, এম জে কাওসার, জাহাঙ্গীর হোসেন, রুকন আহমদ, আবু তাহিন মিলু, রশিদ আহমদ ও সাদেক আহমেদ প্রমুখ।
Leave a Reply