দর্পণ রিপোর্ট : গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র উদ্যোগে বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপন হয়েছে। যার মূল উদ্দেশ্য ছিল কন্যা শিশুদের অধিকার এবং সুরক্ষার গুরুত্ব তুলে ধরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনের আয়োজন করে কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও সমান সুযোগ প্রাপ্তির দাবি তুলে ধরা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির চাইল্ড প্রটেকশন অফিসার দীপংকর যেত্রার সভাপতিত্বে উপজেলা চাইল্ড ফোরাম সভাপতি মারুফা হোসাইন ইমু ও সেক্রেটারি শাম্মি আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
এ সময় কন্যা শিশুদের মধ্য থেকে বক্তব্য রাখেন দিলরুবা আক্তার চম্পা।
এতো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য কামরুজ্জামান মুকুল, দেলোয়ার হোসেন মাশুক, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক নুরুল হুদা, গোয়াইনঘাট হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাও: আব্দুল মতিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষত কন্যা শিশুদের প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে জনমত গঠন করার কথা উল্লেখ করেন।
বিশ্ব কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনকালে ওয়ার্ল্ড ভিশন এও তুলে ধরে যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কন্যা শিশুদের শিক্ষার সুযোগ এবং সমাজে তাদের সমান অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশজুড়ে কন্যা শিশুদের নেতৃত্বের বিকাশ এবং শিশু অধিকার রক্ষা নিয়ে আলোচনা ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়াও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে।এই আয়োজনে স্থানীয় কমিউনিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও শিশু অধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply