ফাইনালে লেঙ্গুড়া-তোয়াকুল
স্পোর্টস রিপোর্ট : তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ (অনূর্ধ্ব-১৭, বালক) এর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল ২০ জানুয়ারি, সোমবার দুপুর ২ঘটিকায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ফাইনালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন ফুটবল একাদশ, তোয়াকুল ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখী হবে। এর আগে রোববার বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তোয়াকুল ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইবেকারে ডৌবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব -১৭ এর খেলায় উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে ১৩টি ফুটবল টিম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
Leave a Reply