1. info@www.gowainghatdarpan.online : গোয়াইনঘাট দর্পণ :
  2. gowainghatdarpa@gmail.com : গোয়াইনঘাট দর্পণ : গোয়াইনঘাট দর্পণ
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে থমকে গেছে ঘর নির্মাণ, ভোগান্তিতে জুবায়ের আহমদ সড়ক উন্নয়ন ছাড়া গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা ব্যাহত হবে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : বিভিন্ন মহলের অভিনন্দন গোয়াইনঘাটে পরিবর্তনের ডাকে তরুণরা : নেতৃত্বের নতুন আশার নাম আমিরুল অনিয়মে জর্জরিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট : চলছে ব্ল্যাক টিকেট বাণিজ্য হাতিপাড়া গ্রামকে বাল্যবিবাহ ও খোলাপায়খানামুক্ত ঘোষণা গোয়াইনঘাটের জাফলংয়ে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক সাড়াদান বিষয়ে এফআইভিডিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত সতী গ্রামবাসীর মহতী উদ্যোগ অনুকরনীয় গোয়াইনঘাটে ধানকাটা উৎসবে ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাটে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু বন্ধে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

গোয়াইনঘাটের রাহি ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

দর্পণ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের চার জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার রুবেল আহমেদ রাহী।

তিনি গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাইল গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া রুবেল আহমেদ রাহী গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)” এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকেল ২টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টিএসসির শহিদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সিলেট বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২৮ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি আহমেদ রায়হান ফারহি আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মোফাজ্জল আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক শাহিনুর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।


সংগঠনের সূত্র জানায়, সমিতির গঠনতন্ত্রের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে ছিল। অনুচ্ছেদ ৭ এর জেলা কোটা অনুসারে এ বছর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী দুই জেলা থেকে সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে জুলাই গণভ্যুত্থানকে ফুটিয়ে তুলতে ঢাবিতে ছাত্রলীগের হামলার দিন ১৫ জুলাই, শহীদ আবু সাঈদের শহীদ দিবস ১৬ জুলাই, ঢাবিতে ছাত্রলীগ মুক্ত দিবস ১৭ জুলাই, ৫ আগস্ট এবং ৩৬ জুলাই ব্যালট হিসেবে রাখা হয়। এসব ব্যালটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
জানা গেছে, নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো: জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ হারুন মিয়া। এছাড়াও ছিলেন মো: মনসুর রাফি, মো: রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার।

এদিকে রুবেল আহমেদ রাহী ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হওয়ায় গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

স্বত্ব © গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট