নিজস্ব প্রতিবেদক (ডৌবাড়ী): গণপিটুনিতে নিহত হওয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারী গ্রামের দিনমজুর হেলাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। তাকে গত ২৪ ডিসেম্বর উপজেলার মধ্য জাফলং ইউপির রাধানগর এলাকায় গরুচোর সন্দেহে দফায় দফায় গণপিটুনি দিয়ে চুন ও বালু মিশ্রিত লিকুইড পান করিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) নিহত দিনমজুর হেলাল উদ্দিনের বাড়িতে এতিম চার শিশু সন্তান ও পরিবারকে দেখতে এসে ট্রাস্টের প্রতিনিধি ও দেশের সমন্বয়কবৃন্দ নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা দেলওয়ার হোসেন, সাংবাদিক কাওসার আহমেদ রাহাত, ট্রাস্টের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আহমেদ, ট্রাস্টের সমন্বয়ক ইকবাল হোসেন, কে এম মনসুর আহমেদ ইয়াহিয়া অফিসিয়ালের পরিচালক ইয়াহইয়া আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
ট্রাস্টের প্রতিনিধিরা বলেন, এতিম সন্তানদের মাথা গো্জার ঠাঁই নেই। এতিম সন্তানদের জীর্ণশীর্ণ ঘরটি নির্মাণের জন্য প্রবাসী কল্যাণ ট্রাস্ট সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত