- নিজস্ব প্রতিবেদক: চলমান কোটা সংষ্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ)। মঙ্গলবার (১৬ জুলাই) এক অফিসিয়াল বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
- বিবৃতিতে পুসাগ জানায়, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নুন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংষ্কার করতে হবে।
- এই কোটা-বিরোধী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ) একাত্মতা পোষণ করছে এবং আন্দোলনকারীদের উপর ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply