দারুসসালাম দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার ১১৫ বছর পূর্তি
দর্পণ রিপোর্ট: গোয়াইনঘাটের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহলিয়া দারুসসালাম দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার ১১৫ বছর পূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে এবং শেষ হবে ২৪ জানুয়ারি বাদ ফজর। দারুসসালাম দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে অবস্থিত এবং সারি-গোয়াইন সড়কের লাফনাউট এলকায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫ টায় মহাসম্মেলন উপলক্ষে মাহফিলের মাঠ পরিদর্শন করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
দুইদিন ব্যাপী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান রাখবেন আওলাদে রাসূল (সা.) আমিরুল হিন্দ ভারতের মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী ও পাকিস্তানের মাওলানা মুফতি ফজলুর রহমান।
প্রধান মেহমান হিসেবে বয়ান রাখার কথা রয়েছে আওলাদে রাসূল ভারতের মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। এছাড়া বিশেষ মেহমান হিসেবে ভারত, পাকিস্তান ও লন্ডনের আরোও ৬ জন আলোচক বয়ান রাখবেন।
জানা গেছে, এ মহাসম্মেলনে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ফেনি, বগুড়া, বি-বাড়িয়া ও সিলেটের বিভিন্ন জেলার ২৬ জন আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত হবেন। দুইদিন ব্যাপী মাহফিলের সভাপতিত্ব করবেন সিলেটের বিভিন্ন মাদ্রাসার ৯জন বরেণ্য আলেম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুইদিন ব্যাপী মহাসম্মেলনের প্যান্ডেল প্রস্তুত রয়েছে। সম্মেলনে দেড় থেকে দুই লক্ষ মুসল্লীর সমাগম হবে।
মাহফিলের মাঠ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও: গোলাম আম্বিয়া কয়েছ ও উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমানসহ গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা।
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত