দর্পণ রিপোর্ট : গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল বলেছেন, গোয়াইনঘাট থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা সময়ের ব্যাপার। আওয়ামী লীগ আমাদের চেয়ে কোনদিনও শক্তিশালী ছিল না। তিনি বলেন, তারা বিগত ১৫ বছরে কালো টাকায় শক্তিশালী হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি ও রহা গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এম এ হক ও ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিডি/ টিএইচ
প্রকাশক: বেলাল আবেদীন
সম্পাদক : তানজিল হোসেন
নির্বাহী সম্পাদক: আমিরুল ইসলাম আমিন
বার্তা সম্পাদক: মারজানুল আযহার জুনেদ
যোগাযোগ || অস্থায়ী কার্যালয় : হাফিজ আব্দুল হাকিম ভিলা (৩য় তলা) কলেজ রোড, গোয়াইনঘাট, সিলেট।
ই-মেইল: goainghatdarpan@gmail.com
✆ : 01723-288944 || 01685-190041
© সর্বস্বত্ব গোয়াইনঘাট দর্পণ কর্তৃক সংরক্ষিত