দর্পণ ডেস্ক: অবশেষে সারাদেশের বন্ধ থাকা গেজেটভুক্ত পাথর কোয়ারী, সিলিকাবালু কোয়ারী, নূরী পাথর ও সাদা মাটি উত্তোলনের ইজারা বন্ধের সিদ্ধান্ত বাতিল করে ফের শুরু হচ্ছে ইজারা গ্রহণ কার্যক্রম। এতে সারাদেশের মতো সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনসাধারণের মাঝে আনন্দ বিরাজ করছে। কেউ কেউ কোয়ারী সচলের খবর পেয়ে একজন আরেকজনকে মিষ্টিমুখ করাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোয়ারী সচলের খবর ছড়িয়ে পড়লে কামরুজ্জামান জামান নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন, লাগাও পেলুডার। শুরু হোক নতুন ধ্বংসলীলা। গুটিকয়েক লুটপাটকারি ছাড়া সাধারণ শ্রমিকের জীবন মানের কোন পরিবর্তন হবে না।
তবে এলাকার সচেতন মহলের দাবি, গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি কোয়ারীতে থাকা বহিরাগত শ্রমিক যাতে উপজেলার ১৩টি ইউনিয়নের অগণিত শ্রমিকের পেটে লাথি না মারে। কোয়ারীগুলোতে স্থানীয় শ্রমিকরা যাতে অগ্রাধিকার পায়।
সচেতন মহলের দাবি, প্রয়োজনে শ্রমিক কার্ড করতে হবে। তবুও স্থানীয় শ্রমিকরা যাতে বহিরাগতদের কারণে বঞ্চিত না হয়।
Leave a Reply